Start Your Career As a T-shirt Designer bangla course

Start Your Career As a T-shirt Designer bangla course

|
Start Your Career As a T-shirt Designer bangla course

গ্রাফিক ডিজাইন সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী, অথবা ফ্রিল্যান্সিং করে সফল ক্যারিয়ার সূচনা করতে চান তাদের জন্য রেপটোর এই পরিপূর্ণ কোর্সটি হতে পারে সঠিক সিদ্ধান্ত 

ফ্রিল্যান্সিং ও প্রফেশনাল কাজের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের রয়েছে ব্যাপক চাহিদা। অনেকেই গ্রাফিক ডিজাইনকে বেঁছে নিচ্ছেন ক্যারিয়ার হিসেবে । গ্রাফিকের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে টি-শার্ট ডিজাইন অন্যতম । Download Now 100+ T-Shirt Template Collections For Photoshop

নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কিভাবে একটি টি-শার্ট ডিজাইন করবেন, কিভাবে টি-শার্টের কলার ডিজাইন করবেন, কতটুকু মাপ নিলে ডিজাইন আকর্ষণীয় হবে, টি-শার্ট স্লিভ কেমন হবে সবকিছুই দেখানো হয়েছে এই কোর্সটিতে।

কিভাবে একটি ব্যক্তিকে উদ্দেশ্য করে টি-শার্ট ডিজাইন করবেন, কিভাবে নিজের তৈরি করা ডিজাইন সেল করবেন,  কোন কোন সাইট থেকে অনলাইন ইনকাম করতে পারবেন সে বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে কোর্সটিতে। বিভিন্ন টাইপের টি-শার্ট ডিজাইন থেকে শুরু করে জার্সি ডিজাইন এবং ফ্রিল্যান্সিং ক্ষেত্রে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ও প্রেজেন্টেশন কিভাবে দিবেন সেগুলো নিয়েও রয়েছে দিক-নির্দেশনা ।

সুতরাং, আপনি যদি ক্যারিয়ারে সম্ভাবনাময় কিছু করার প্রত্যাশা রেখে থাকেন, তবে রেপটোর এই অ্যাডভান্স কোর্সটি আপনার জন্য সফলতার দুয়ারে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ।

Career Guideline
  • ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন ।
  • বিভিন্ন দেশীয় বায়িং হাউজ কোম্পানি অথবা গার্মেন্টস সেক্টরে টি-শার্ট ডিজাইনার হিসেবে জব করতে পারবেন।

Download Problem Msg Our telegram & Facebook group Or Comment Us

Similar Posts