Photo Editing with Smartphone Bangla Course

Photo Editing with Smartphone Bangla Course

|
ads

Photo Editing with Smartphone Bangla Course

ads

বর্তমানে আমরা সবাই কমবেশি SmartPhone ব্যবহার করি। আর এই SmartPhone দিয়ে ছবি তুলে সোশাল মিডিয়াতে আপলোড আর শেয়ার করা এখন আমাদের প্রতিদিনের কাজ। কিন্তু সবার এতো ছবির ভিড়ে আপনার ছবিগুলো একটু আলাদা করতে অথবা স্ক্রল করার সময় ঠিক আপনার তোলা ছবিতে এসে মানুষের চোখ আটকে রাখতে প্রয়োজন ছবিগুলি সুন্দরভাবে এডিট করার। আর এই ছবি এডিটিং এর জন্য  কম্পিউটার বা ল্যাপটেরপ প্রয়োজন নেই, আপনার প্রতিদিনের সঙ্গী ওই SmartPhone-টিই যথেষ্ট। কারণ, স্মার্টফোন দিয়েই এখন Professional Photographer-দের মতই এডিট করা সম্ভব। তাই Artland-এর Photo Editing with Smartphone নামের এই কোর্সটি। এই কোর্সের বৈশিষ্ট্যগুলি হলঃ

  • বৈশিষ্ট্য ১: Photo Editing-এর উপর Artland-এর ১১টি Exclusive Class.
  • বৈশিষ্ট্য ২: এই কোর্সে আলোচনা করা হয়েছে কিভাবে editing app download করা যায়।
  • বৈশিষ্ট্য ৩: এই কোর্সে কিভাবে photos Import এবং Organize করা যায় এবং কিভাবে Light control এবং correct করা যায় তা তুলে ধরা হয়েছে। You can Learn 10ms Video Making
  • বৈশিষ্ট্য ৪: Color balancing বিষয়ে করা হয়েছে বিস্তারিত আলোচনা।
  • বৈশিষ্ট্য ৫: এই কোর্সে দেখানো হয়েছে Healing tool এর ব্যবহার।
  • বৈশিষ্ট্য ৬: কোর্সের শেষে রয়েছে ১ সেট আকর্ষণীয় কুইজ। You can Learn Mobile Copyright Coding file Bangla Course 100% Free Download

Download Problem Msg Our telegram & Facebook group Or Comment Us. Use Online Web Tools

ads

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *